রাজ্যের খবর

দার্জিলিংয়ে দুর্ঘটনার কবলে পড়ল বাস! অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

Road Accident in Darjeeling

The Truth of Bengal: দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে রোহিনীর কাছে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী সরকারি বাস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন যাত্রী বোঝাই সরকারি বাস দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে আসছিল। সেই সময় আচমকাই রোহিনীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি খাদে দিকে ঘুরে যায়।

যদিও একটি গাছ ও রাস্তার পাশে ব্যারিকেড থাকায় বাসটি দাড়িয়ে যায়। অপরদিকে এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে কি কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন কার্শিয়াং থানার পুলিশ।

যদিও এই ঘটনায় বড়সড় কোনও বিপদের সম্মুখীন হননি যাত্রীরা। সকলেই সুরক্ষিত রয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসন তাঁদের উদ্ধার করেছেন। যদিও এই ঘটনার পর তীব্র যানজট হয়েছে ওই এলাকায়। কীভাবে ঘটনাটি ঘটল, তার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Free Access

Related Articles