গঙ্গাসাগরে নদীবাঁধ মেরামতের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী
River embankment repair work begins in Gangasagar, locals relieved

Truth Of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে অবশেষে শুরু হয়েছে ভেঙে যাওয়া নদীবাঁধ মেরামতির কাজ। কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় পূর্ণিমার কোটালের সময় নতুন করে বাঁধে ভাঙন দেখা দিলে চরম আতঙ্কে পড়েন স্থানীয়রা। ২ নম্বর থেকে ৪ নম্বর পর্যন্ত অংশে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শনে যান সাগরের বিধায়ক ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি এবং জেলাপরিষদের আধিকারিকেরা। তাঁদের তত্ত্বাবধানে তৎক্ষণাৎ বাঁধ মেরামতির কাজ শুরু হয়।
প্রশাসনের তরফে প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর দাবি, বর্ষা আসার আগেই যেন বাঁধের কাজ সম্পূর্ণ করা হয়। একইসঙ্গে তাঁরা কংক্রিটের শক্তপোক্ত নদীবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন বিপদের মুখে পড়তে না হয়। এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তিতে গঙ্গাসাগরের মানুষ।