রাজ্যের খবর

গঙ্গাকে স্বচ্ছ রাখার প্রশংসনীয় উদ্যোগ রিষড়ায়

Rishra's commendable initiative to keep Ganga clean

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: ভারতের প্রধান নদী গঙ্গাকে স্বচ্ছ রাখতে হুগলী ওয়েস্ট বেঙ্গল স্টেট এন জি আর বি এ প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ এবং ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি এবং রিসরা পুরসভার উদ্যোগে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হল।

বুধবার সকালে গঙ্গাকে স্বচ্ছ রাখার বার্তা দিয়ে এক বিশাল পদযাত্রা সারা রিসরা শহর প্রদক্ষিণ করে। এই পদযাত্রা থেকে মানুষকে এই বার্তাই দেওয়া হয় যে গঙ্গা হচ্ছে আমাদের প্রধান নদী, আমাদের মাতৃসম। আমাদের জলধারার অন্যতম উৎস সেই গঙ্গা ক্রমশ দূষিত হয়ে পড়ছে। এই দূষণ আমাদের অবিলম্বে রুখতে হবে স্বচ্ছ রাখতে হবে নির্মল নদীতে পরিণত করতে হবে।

এছাড়াও এদিন রিষড়ার গঙ্গার ঘাটে মহিলারা শপথ নেন যে, আমরা প্রতিদিন আমরা এই গঙ্গাকে স্বচ্ছ রাখতে প্রত্যেকে দুই ঘন্টা করে সময় দেব। প্রতিদিন যদি দু’ঘণ্টা আমরা স্বচ্ছতার দিকে নজর দিই ,তাহলে ভারতবর্ষ একটা স্বচ্ছ সুন্দর দেশে পরিণত হবে।

এর সঙ্গে সঙ্গে এদিন গঙ্গার পারগুলিতে যে সমস্ত ময়লা জঞ্জাল জমেছিল সেগুলোকে পরিষ্কার করা হয়। এছাড়াওএকটি পথ নাটিকার মাধ্যমে গঙ্গাকে কেন আমরা পরিষ্কার রাখবো সে কথা তুলে ধরা হয়। এদিন সন্ধ্যায় রিশরার গঙ্গার ঘাটে গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে গঙ্গা আরতি করা হয়। প্রচুর ভক্ত প্রাণ মানুষ এই গঙ্গা আরতি অনুষ্ঠানে যোগ দেন।

তার সঙ্গে সঙ্গে রিসরার রবীন্দ্র ভবনে গঙ্গা সম্বন্ধীয় একটি কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়। এদিনের সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিশারা পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপুর প্রধান জাহিদ হাসান খান, পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুনীতি কুমার গুছাইত সহ সমস্ত চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য এবং কাউন্সিলরগণ।

Related Articles