রাজ্যের খবরস্বাস্থ্য

বন্ধ স্বাস্থ্যকেন্দ্র রূপান্তর হল হাসপাতালে

Rishra Seba Sadan will be start on December

The Truth of Bengal: রিষড়ার মানুষের প্রতীক্ষার অবসান। আগামী বছরের গোড়ার দিকে রিষড়া সেবা সদনে আবার নতুন করে স্বাস্থ্য পরিসেবা চালু হতে চলেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার খুলতে চলেছে এলাকার অন্যতম স্বাস্থ্য কেন্দ্র রিষড়া সেবা সদন। ১৯৬৭ সালে রিষড়া শহরের পশ্চিম রেলপাড়ের মোড় পুকুরের কেসি সেন স্ট্রিটের একটি বাড়িতে স্থানীয় মানুষের স্বাস্থ্য পরিসেবার জন্য সেবা সদনের পথ চলা শুরু হয়। অচিরেই এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

তবে শুধু হুগলি নয় আশপাশের এলাকা থেকে বহু মানুষ এসে এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসতেন। বিশেষ করে এখানকার চক্ষু বিভাগ ছিল জনপ্রিয়। পরবর্তীতে হাসপাতালটি ক্ষয়িষ্ণু হতে থাকে। একসময় বন্ধ হয়ে যায়। যেহেতু হাসপাতালটি একটা ট্রাক্টি বোর্ড দ্বারা পরিচালিত ছিল, যার জন্য এটি খোলার ব্যাপারে বেশ কিছু আইনি জটিলতা সামনে আসে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ২০১৮ সালে সেই জটিলতা দূর হয়। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ হাসপাতালটি অধিগ্রহণ করে নতুন করে চালু করার সিদ্ধান্ত নেয়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতর, জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল হাসপাতালটি পরিদর্শন করেন। এবার পুরোপুরি সরকারি হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করবে এই স্বাস্থ্যকেন্দ্রটি। প্রথম পর্যায়ে ৫০টি বেড সহ আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। হাসপাতালটির পরিচালনের ভাব থাকবে রিষড়া পুরসভার ওপর। অবিলম্বে কাজ শুরুর তৎপরতা নিয়েছে প্রশাসন। ২০২৪ সালের গোড়ার দিকে হাসপাতালটি চালু হবে বলে আশাবাদী প্রশাসন। পঞ্চাশ বেডের এই হাসপাতাল চালু হয়ে গেলে আবার বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা মিলবে। তাই সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।

 

Related Articles