মদ খেয়ে পান শালায় গণ্ডগোল, পুলিশের হাতে গ্রেফতার পুলিশ
Riot in the drinking hall, arrested by the police

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : আইন সবার জন্য সমান তা প্রমাণ করে দেখালো হাওড়া সিটি পুলিশ । আরজি কর কান্ডের মধ্যেই পুলিশের হাতে পুলিশ গ্রেফতারের ঘটনা ঘটল হাওড়াতে। সূত্রের খবর রবিবার রাতে পানশালায় মদ খেয়ে গন্ডগোলের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আলমপুর সংলগ্ন জালান ১ নম্বর গেটের, ভারত হোটেলে।
মদ খেয়ে পান শালায় গণ্ডগোল, পুলিশের হাতে গ্রেফতার পুলিশ pic.twitter.com/XHrdojaM2v
— TOB DIGITAL (@DigitalTob) September 16, 2024
১১৬ নম্বর জাতীয় সড়ক জাতীয় সড়ক সংলগ্ন আলমপুর এলাকাতে রাতে মদ খেতে এসে একটি পানশালায় ঝামেলার অভিযোগ ওঠে তিনজন পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাকরাইল থানার আধিকারিকরা। অভিযুক্তদের সেখান থেকে আটক করে থানাতে নিয়ে আসার পর গ্রেফতার করে তিনজনকে বলেই সাঁকরাইল থানা সূত্রে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত ঘটে রবিবার রাতে, ওই তিন পুলিশ কর্মী হোটেলে মদ খেয়ে টাকা দিতে অস্বীকার করা নিয়ে গন্ডগোল শুরু হয়। এই ঘটনাতে গ্রেফতার হওয়া পুলিশ কর্মীরা হলে কনস্টেবল পাঞ্জাব মন্ডল, অস্থায়ী হোমগার্ড বিজয় পাল ও সিভিক ভলান্টিয়ার অরিন্দম কোঙার।
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়েছেন তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে মদ খেয়ে ঝামেলা করার অভিযোগ রয়েছে।গতরাত অর্থাৎ রবিবার এরা ভারত হোটেলে গিয়েছিলেন।হোটেল থেকে গন্ডগোলের খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। ওই তিনজকে আটক করে নিয়ে যায়। সোমবার তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সোমবার হাওড়া আদালতে পেশ করা হবে। এভাবে পুলিশের হাতেই পুলিশ কর্মী গ্রেফতারের মতো নজিরবিহীন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।