কলকাতারাজ্যের খবর

আর জি কর কাণ্ডের কিনারা করতে হেল্পলাইন চালু, নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক

RG Kar helpline launched

The Truth of Bengal:  মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে খুনও ধর্ষণের অভিযোগের কিনারা করতে কোমর বেঁধে নামল পুলিশ। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন। সেসময় ঘটনাস্থলের কাছাকাছি যাঁরা ছিলেন,তাঁদের একে একে ডাকা হচ্ছে। যদি আন্দোলনকারীদের কারও উপর সন্দেহ থাকে তাহলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছে।চালু করা হয়েছে হেল্প লাইন।

এরমাঝে আরজিকরের অধ্যক্ষ ডাঃ সন্দীপ  ঘোষ দায়িত্ব ছেড়ে দেওয়ার পাশাপাশি সরকারি চাকরি ছাড়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য প্রশাসনকে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আরজিকরের তরুণী চিকিত্সককে খুনও নির্যাতনের কিনারা করতে পুলিশ বাড়তি তত্পরতা শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো সময় বেঁধে তদন্ত শেষ করার ওপর গুরুত্ব দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।বিনীত গোয়েল জানান, সেই সময় ঘটনাস্থলের কাছাকাছি যাঁরা ছিলেন, তাঁদের একে একে ডাকা হচ্ছে।

যদি আরজি করের আন্দোলনকারীদের কারও উপর সন্দেহ থাকে, সে কথা পুলিশকে জানানোর জন্য ফের অনুরোধ করেন তিনি। পুলিশ কমিশনার বলেন, একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যদি কারও উপর সন্দেহ থাকে, তা আমাদের জানান। নাম গোপন রেখেও জানাতে পারেন। পুলিস সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এদিকে,পড়ুয়াও ,আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। একইসঙ্গে চাকরি ছাড়ার কথাও ঘোষণা করেন তিনি। তিনি স্পষ্ট করেছেন,কেউ বাধ্য করেনি,স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন।

নির্যাতিতা চিকিত্সকের পরিবারের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী যান পানীহাটি।সেখান থেকে ফিরেই  সরকারি হাসপাতালের পরিচালন ব্যবস্থা শক্তিশালী করতে নবান্নে হয় উচ্চ পর্যায়ের বৈঠক।মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন   বৈঠকে হাজির ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।  দ্রুত অপরাধীদের  পাকড়াও করার জন্য পরবর্তী পদক্ষেপ কী হবে ?. তদন্তের হাল হকিকত জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.. বৈঠকে তদন্ত নিয়ে আলোচনা হয়েছে.. নবান্ন সূত্রে খবর।

এরআগে পানিহাটিতে প্রশাসনিক প্রধান, স্পষ্ট করেছেন,নৈতিক কারণে অধ্যক্ষ পদ ছাড়তে চেয়েছেন সন্দীপ ঘোষ।আমরা তাঁকে অন্য জায়গায় দায়িত্ব পালনের কথা বলেছি। পুলিশ সূত্রে খবর, তদন্ত অনেকটাই এগিয়েছে। ধৃত সিভিক ভলান্টিয়ারকে জেরা করে গোটা ঘটনা সম্পর্কে আরও তথ্য মিলেছে। পুলিশ কমিশনারও দ্রুত কিনারা করতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার সহ অন্যদের সাহায্য করার আবেদন করেছেন। আন্দোলকরারী চিকিত্সকদের পুলিশ ভরসা দিচ্ছে তারা দ্রুত এই খুনও ধর্ষণের সত্যসন্ধান করবে বলে আশা করছে।

Related Articles