রেললাইন ধরে ফেরাই হল কাল! পাঁশকুড়ায় ট্রেনে কেটে মৃত ৩
Return along the railway tomorrow! 3 killed by train in Panshkura

Truth Of Bengal: রাস্তায় জমে রয়েছে জল। আর সেই জল এড়িয়ে চলতে গিয়ে প্রাণ হারালেন তিন ফল বিক্রেতা। বুধবার রাতে জলময় রাস্তা এড়াতে গিয়ে ট্রেন লাইন দিয়ে ফিরছিলেন তাঁরা। আর সে সময় একটি ট্রেন চলে আসায় রেলে কেটে মৃত্যু হয় দুজনের, পরে আর এক জনও মারা যান। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, ওই তিন ফল বিক্রেতারা পাঁশকুড়া থেকে ফল নিয়ে হলদিয়ায় গিয়ে বিক্রি করতেন। বৃহস্পতিবার কালীপুজো বলে বুধবার কাজের চাপ একটু বেশি ছিল। ওই দিন রাত সাড়ে ৯টা নাগাদ রঘুনাথবাড়ি স্টেশনে নেমে তাঁরা পাঁশকুড়া-হলদিয়া লাইন দিয়ে বাড়ি ফিরছিলেন। ‘দানা’ দাপটে যে বৃষ্টি হয়েছে তার জেরে রাস্তায় অনেক জল জমেছিল। সেই জমা জল এড়িয়ে নীড়ে ফেরার উদ্দেশ্যে তাঁরা রেললাইন ধরে ফিরছিলেন। আর ঠিক সে সময় উলটো দিক থেকে একটি ট্রেন এসে ধাক্কা দিয়ে দেয় তাদের। এর জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজনের।
মৃতদের মধ্যে একজনের নাম জয়দেব সাঁতরা। বয়স ৫৭ বছর। আর একজন ৪৯ বছরের তার নাম রিঙ্কু ভৌমিক। তবে অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।