রাজ্যের খবর
Trending

Sandeshkhali : সন্দেশখালিতে ফের অস্ত্র! গ্রামবাসীদের তাড়ায় অস্ত্র ফেলে পালাল দুষ্কৃতীরা

Rescue weapons in Sandeshkhali again! The miscreants ran away chasing the villagers

The Truth Of Bengal : রোজই খবরের শিরোনামে উঠে আসছে সন্দেশখালি। ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় খবরের শিরোনামে। এবার সন্দেশখালির জেলিয়াখালি। গ্রামবাসীদের অভিযোগ দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকেছিল এলাকায়। গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য জড়ো হয়েছিল তারা। বহিরাগত দুষ্কৃতীদের দেখে গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে আসেন।

তারা দুষ্কৃতীদের তাড়া করেন। গ্রামবাসীদের তাড়ায় অস্ত্র ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ ওই অস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনা এলাকায় উত্তেজনরা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ গ্রামে আতঙ্কের পরিবেশ ছড়াতে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। উল্লেখ্য, সন্দেশখালি আবারও সংবাদ শিরোনামে উঠে আসে একটি ভাইরাল ভিডিওর হাত ধরে। যেখানে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে বলতে শোনা যায় সাজানো ঘটনা।

ধর্ষণ, নারী নির্যাতনের মত ঘটনা ছিল সাজানো। পরে সন্দেশখালির অনেক মহিলা সরাসরি মুখ খোলেন। সাদা কাগজে সই সই করিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছিল। যখন এই ভাইরাল ভিডিও ও তার প্রেক্ষিতে বিভিন্ন বক্তব্যকে সামনে রেখে সন্দেশখালি খবরে শিরোনামে তখন এই অস্ত্র উদ্ধার। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Articles