রাজ্যের খবর

বালুরঘাটে আত্রেই নদীর ওপর চেক ড্যাম ভাঙ্গার ঘটনায় রিপোর্ট তলব

Report sought on breach of check dam on Atrei River in Balurghat

Truth Of Bengal: জয় চক্রবর্তী: আত্রেই নদীর উপর তৈরি চেক ড্যামের একাংশ ভেঙে পড়ার ঘটনাকে সামনে রেখে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনীতির রং দেখছেন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক তদন্তে উঠে এসেছে নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই সমস্যা দেখা দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে ৩২ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই চেক ড্যাম। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট আসার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার বলেই বিধানসভা সূত্রে খবর।

Related Articles