অস্বস্তিকর গরম থেকে মুক্তি, স্বস্তির বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ
Relief from the uncomfortable heat, South Bengal is going to float in the rain of relief

The Truth of Bengal: উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে দক্ষিনবঙ্গে দেখা নেই বৃষ্টির। এবার দক্ষিনবঙ্গবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কিছুদিনের মধ্যেই তাপমাত্রা কমারও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এমনকি চলতি সপ্তাহেই রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ একাধিক জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির কারণে জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে দক্ষিনবঙ্গে অধরাই রয়েছে বৃষ্টি। লাগাতার গরমে নাজেহাল দক্ষিনবঙ্গবাসী।
তবে এবার দক্ষিনবঙ্গেও তাপমাত্রা কমার সম্ভবনার কথা জানিয়ে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে চলতি সপ্তাহেই রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। ইতিমধ্যেই বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। রয়েছে আংশিক মেঘলা আকাশ। ফলে সকাল সকাল বৃষ্টির দেখা না মিললেও তাপমাত্রা কমেছে বেশ খানিকটা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে।
যা মঙ্গলবার ছিল ৩৫.৩ ডিগ্রী সেলসিয়াস। অর্থাত স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দেড় ডিগ্রী সেলসিয়াস বেশি। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বুধবার রয়েছে ৩০.৪ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রী বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, আর মাত্র দু-তিন দিনের মধ্যেই বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিনবঙ্গের জেলাগুলি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী তিনদিনের মধ্যে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পারদ পতনের সম্ভাবনার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।