রাজ্যের খবর

Rekha Kalindi: বাল্যবিবাহের প্রতিবাদী মুখ রেখা এখন প্রকৃতির রক্ষক! জঙ্গল বাঁচাতে লাঠি হাতে পাহাড়ি পথে রেখা

বর্তমানে পুরুলিয়ার ঝালদার কলমা বিটে বনসহায়ক হিসাবে কাজ করছেন ২৮ বছরের রেখা।

নয়ন কুইরি, পুরুলিয়া: রেখা কালিন্দি। নামটা চেনা লাগছে? একসময়ের পুরুলিয়ার প্রতিবাদী মুখ রেখা। একদা বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন পুরুলিয়ার রেখা কালিন্দি। অষ্টম শ্রেণির ছাত্রী হয়ে বাবা-মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি এখনই বিয়ে করব না।’ সেই সাহসী কণ্ঠস্বরই তাঁকে করে তুলেছিল সকলের থেকে আলাদা।। রাষ্ট্রপতি ভবন থেকে আন্তর্জাতিক সংস্থা – সর্বত্রই সম্মানিত হয়েছিলেন তিনি। কেটেছে অনেক বছর, বদলেছে সময়, কিন্তু বদলায়নি রেখা কালিন্দির দৃঢ়তা। বরং তাঁর লড়াইয়ের ময়দানটা এখন আরও বড়।

বর্তমানে পুরুলিয়ার ঝালদার কলমা বিটে বনসহায়ক হিসাবে কাজ করছেন ২৮ বছরের রেখা। প্রতিদিন ভোর হতেই লাঠি হাতে বেরিয়ে পড়েন পাহাড়ি পথ ধরে জঙ্গল টহল, বন্যপ্রাণ রক্ষা আর গাছ কাটা বন্ধ করার লড়াইয়ে। বাড়িতে থাকে তাঁর ১৬ মাসের কন্যা। মাতৃত্বের দায়িত্ব সামলেও প্রকৃতি রক্ষার কাজে বিন্দুমাত্র অবহেলা করেন না তিনি।

কিন্তু, রেখা কালিন্দি এই উদ্যোগে সামিল হয়ে কতটা প্রভাব ফেলতে পেরেছেন? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেখার উদ্যোগে এলাকায় বেড়েছে সচেতনতা। আগের মতো নির্বিচারে গাছ কাটা আর দেখা যায় না। জঙ্গল ফিরে পেয়েছে নিজের শ্বাস। ফিরেছে কাকর হরিণের দল, দেখা মিলেছে ভাল্লুকের, এমনকি রয়্যাল বেঙ্গল বা চিতাবাঘের পায়ের ছাপও। সহকর্মীরা বলছেন, ‘রেখা শুধু বনরক্ষক নন, আমাদের অনুপ্রেরণা।’ স্বামী মনীন্দ্রের সমর্থনও তাঁর শক্তি। আর রেখার নিজের বিশ্বাস যেখানে জন্ম, সেখানে দায়িত্বও আছে। তাই বন বাঁচানো তাঁর কাছে চাকরি নয়, এক মিশন। রেখা নিজেও বলেন, ‘বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই ছিল শৈশব বাঁচানোর জন্য, আর এখন জঙ্গলের লড়াই ভবিষ্যৎ বাঁচানোর জন্য।’ সমাজ পরিবর্তনের সেই ‘পোস্টার গার্ল’ আজ প্রকৃতির প্রকৃত রক্ষক।

Related Articles