রাজ্যের খবর

উদ্ধার ৫ ব্যাগ ভর্তি বোমা, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

Recovered 5 bags full of bombs

The Truth Of Bengal : কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পুকুরের পাশে জঙ্গল এলাকায় পাঁচ ব্যাগ বোমা উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। এরপর বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম ডিসপোজাল স্কোয়ার্ তলব করা হয়।

উদ্ধার হওয়া পাঁচটি ব্যাগের ভেতরে ৪৪ টি বোমার হদিশ মেলে। কড়া নিরাপত্তার মধ্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার সময় জোড়ালো শব্দে কেঁপে ওঠে এলাকা।

জোড়ালো আওয়াজে পুলিশের প্রাথমিক অনুমান বোমাগুলি তাজা ও শক্তিশালী ছিল। কে বা কারা বোমা মজুত করে রেখেছিল সেই নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

 

FREE ACCESS

Related Articles