রাজ্যের খবর

হেলমেট ছাড়াই বাইক চালান বেপরোয়া দিলীপ,আইন ভেঙে দুষলেন সরকারকে ! 

Reckless Dilip rides a bike without a helmet

Truth of Bengal: ২০১৭সালের পর ২০২৪। আবারও হেলমেট ছাড়াই বাইক চালালেন দিলীপ ঘোষ। এবার দুর্গাপুরে বেতাজ বাদশার মতো তিনি বাইক চালালেন নিজস্ব স্টাইলে। নিয়ম মানার কোনও বালাই নেই। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি দিলীপ ঘোষ দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার ময়দান পর্যন্ত বিনা হেলমেটে গাড়ি চালান।সঙ্গ এক সওয়ারিও কেন দিলীপ ঘোষ।

চায়ের চর্চায় অংশ নেওয়ার আগে তিনি লক্ষ্মণ ঘোড়ুইকে সঙ্গে নিয়ে এই বাইকে কেরামতি দেখান। বারবার তিনি ট্রাফিক আইন মানছেন না কেন ? কেন বিধিভঙ্গে অভিযুক্ত হচ্ছেন প্রাক্তন বিজেপি সংসদ ?যেখানে রাজ্য সরকার সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার জোরদার করছে,সেখানে কেন এই আইন ভাঙার পথে যাচ্ছেন বিজেপির বিতর্কিত নেতা ? এই প্রশ্নে দিলীপ ঘোষের সাফকথা,যেখানে সরকারের সেভ  নেই তো ড্রাইভ হবে কিভাবে ? এর মাধ্যমে তিনি বুঝিয়ে দেন,রাজ্যের পথ নিরাপত্তার বিধিকেও তিনি তোয়াক্কা করছেন না।

তাঁর আরও মন্তব্য,সংগঠক হিসেবে তিনি কখনও বাইক,কখনও পায়ে হেঁটে ঘোরেন। সেখানে সবসময় নিয়ম মেনে গাড়ি চালানো যায় না। এই মন্তব্যে অনেকেই ক্ষুব্ধ। দিলীপের সমালোচকদের প্রশ্ন,যদি একজন নেতা আইন না মানেন তাহলে সাধারণ মানুষ কিভাবে পথ নিরাপত্তার কথা ভাববে? মাথায় হেলমেট পরে গাড়ি চালালে তো আপনার মাথাই সুরক্ষিত থাকবে? আপনি কী চান না, নিজের জীবন সুরক্ষিত রেখে সমাজের আর পাঁচজনকে বিধি মেনে চলার গাইডলাইন দিতে।আরএসএসের সংগঠক থেকে বিজেপির রাজ্য স্তরের নেতা হয়ে ওঠা দিলীপ ঘোষের এই বেপরোয়া আচরণ অনেকের কাছেই কটাক্ষের কারণ হয়ে উঠছে।

Related Articles