রাজ্যের খবর

বিজেপির সব দায়িত্ব ছেড়ে বিদ্রোহী বিধায়ক মনোজ

Rebel MLA Manoj resigns from all BJP responsibilities

Truth Of Bengal: ছাব্বিশের ভোটের আগে বিজেপির আরও বিধায়কের বিদ্রোহ প্রকাশ্যে এল। তাপসী মণ্ডলের দলত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার বিদ্রোহী হলেন কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশংসা করেছেন।

এরপরই তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কয়েক জন নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠেপড়ে লেগেছেন। কুমারগ্রামের বিজেপি বিধায়কের কথায়, আলিপুরদুয়ার জেলায় দলের ফল খারাপ হলে সেই নেতাদেরই দায় নিতে হবে। একইসঙ্গে দলের ভিতরে সুস্থ পরিবেশ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটের আগে কি বিজেপি বিধায়ক অন্যরকম ইঙ্গিত দিলেন? কারণ তাঁর তির যে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তা স্পষ্ট। কেউ কেউ প্রশ্ন করছেন,তাহলে কি মনোজ ওরাওঁ, রাজ্য সভাপতির ঘনিষ্ঠদের তুলোধনা করলেন? প্রশ্ন উঠছে,উত্তরবঙ্গে কি আবারও বিজেপি ধাক্কা খাবে?

তিনি শিবির বদল করতে চাইছেন? এরমধ্যে কুণাল ঘোষ ইঙ্গিত দিয়েছেন, বিজেপির অনেক বিধায়কই দলত্যাগ করতে চান। বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন। সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ আরও দাবি করেন, বিজেপির নেতাদের প্রতি মোটেই সন্তুষ্ট নয় নীচের তলার নেতারা। তাই বিধানসভা ভোটের আগে বিজেপির বিধায়কদের আচরণ নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

Related Articles