ফেসবুকে ধ*র্ষ*ণে*র হুমকি! ওড়িশা থেকে ধৃত ফলতার নাবালক
Rape threat on Faceok! Minor arrested from Odisha for rape

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে উড়িষ্যা পর্যন্ত ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর সাইবার অপরাধে অবশেষে পুলিশের জালে ধরা পড়লো মূল অভিযুক্ত — এক নাবালক কিশোর। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে, যখন বেহালার এক গৃহবধূ, যিনি বর্তমানে ফলতায় শ্বশুরবাড়িতে বসবাস করেন, ফেসবুকে একটি দেশপ্রেমমূলক পোস্ট করেন। তিনি লেখেন “ইতিহাসের পাতায় আরও একটি যুদ্ধের নাম যুক্ত হলো — সিঁদুর। ভাগ্য করে একটি দেশ পেয়েছি, যে দেশ কখনও হারতে শেখেনি। আমি গর্বিত, আমি ভারতীয়।”
এই পোস্টের পরই ফলতারই এক কিশোর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখে বসে — ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীরের অফিসের সামনে ওই মহিলাকে উলঙ্গ করে ধর্ষণ করা হবে। এই গুরুতর হুমকি পেয়ে মহিলা সরাসরি ডায়মন্ড হারবার পুলিশের এসপির সঙ্গে দেখা করেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এবং দ্রুত তদন্ত শুরু করে। অভিযুক্তের ফেসবুক ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করে উড়িষ্যার কটকের নিকটবর্তী একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে ডায়মন্ড হারবার এসিজে আদালতে পেশ করা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গৃহবধূর বাপেরবাড়ি ও শ্বশুরবাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে ভবিষ্যতে তিনি কোনও রকম হুমকির সম্মুখীন না হন।