রাজ্যের খবর
Trending

বসিরহাটের টোটো নিয়ন্ত্রণের দায়িত্বে পরিবহণ দফতর, হাইকোর্টের নির্দেশনামায় স্বস্তি সীমান্তে…

Transport department in charge of controlling TOTO in Basirhat, High Court orders

The Truth Of Bengal: বসিরহাটের টোটো নিয়ন্ত্রণ করবে পরিবহণ দফতর। হাইকোর্টের এই নির্দেশনামায় নতুন করে ঢেলে সাজানো হচ্ছে সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা। আগে টোটো ম্যানেজমেন্টের ভার ছিল পুরপ্রশাসনের ওপর।যাত্রীদের আশা,এবার হয়রানি কমবে,বাড়তি গতি পাবে  ই-রিক্সার।

রাস্তায় টোটো বাড়ার ফলে যানজট বাড়ছে।অনেক সময়ই    দুর্ঘটনাও বাড়ে। এ নিয়ে কড়াকড়ি আগেই শুরু করেছে রাজ্য পরিবহণ দফতর। টোটো, ই- রিকশা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় সড়কের উপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবহণ দফতর। এবার টোটো নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহণ দফতরকে গাইড লাইন তৈরির   নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বসিরহাট পুরসভায় ৭০০  টোটো চলে,এই টোটোর ওপর নির্ভরশীল ৪০হাজার মানুষ।যাত্রী পরিবহণের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য সীমান্ত এলাকার পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় প্রশাসন। হাইকোর্টের গাইডলাইন মেনেই গণ-পরিবহণের সুরাহা করতে তত্পর প্রশাসনের কর্তারা।

নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে পুরসভার সঙ্গে মতান্তর হওয়ায় মামলা দায়ের করেন ই-রিক্সা ইউনিয়নের সদস্যরা।  দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের বাইশে ডিসেম্বর  বিচারপতি অমৃতার সিনহা নির্দেশ দেন, পরিবেশ বান্ধব ই-রিক্সা  চালাতে কোন সমস্যা নেই। বসিরহাট পুর -প্রশাসন কোনোভাবেই   এই টোটো গুলির উপর নিয়ন্ত্রণ করতে পারবে না বলেও জানায়। হাইকোর্টের নির্দেশ মেলার পর রীতিমতো খুশি বসিরহাট শহরের টোটো চালক ও তাদের পরিবারের সদস্যরা। টোটো চালকরা রীতিমতো এই রায়কে স্বাগত জানিয়েছেন।

Free Access

Related Articles