রাজ্যের খবর

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, চাঞ্চল্য এলাকায়

Random firing targeting Trinamool leader's house in Sandeshkhali, sensitive area

Truth Of Bengal: মালদহের পর এবার সন্দেশখালিতে গুলিচালনার ঘটনা ঘটল। সরবেড়িয়ার আগারআটি পঞ্চায়েত প্রধান যাদবকুমার মণ্ডলের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। যদিও যাদবকুমার এই হামলা থেকে অক্ষত রয়েছেন। ঘটনাটি বুধবার রাতে ঘটেছে।

যাদবকুমার মণ্ডল জানিয়েছেন, “আমি রাতে গুলির আওয়াজ পাই। পাশের বাড়িতে থাকা দাদাকে ফোন করি। তিনি জানালেন, বাইরে কয়েকজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। আমাকে সতর্ক করে বাড়ির বাইরে যেতে মানা করেন।” ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তবে দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষ প্রশ্ন তুলেছেন, সন্দেশখালি হঠাৎ এত উত্তপ্ত কেন? এর পেছনে কোনো রাজনৈতিক বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles