রাজ্যের খবর

রাজনগর ব্লকের ও সিউড়ি এক নম্বর ব্লকের প্রশাসনিক বৈঠক করলেন সভাধিপতি ও জেলা শাসক

Rajnagar block and Siuri block number one administrative meeting was held by the president and district governor

Truth Of Bengal,বীরভূমের,পার্থ দাস: গ্রাম উন্নয়ন বিষয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জেলাশাসক ও সবারই পতির যৌথ উদ্যোগে উন্নয়ন বিষয়ক নিয়ে বিভিন্ন আলোচনা ও বৈঠক শুরু হয়েছে। সেমতো খয়রাশোল ব্লক থেকে শুরু করে দুবরাজপুর ব্লক একাধিক ব্লকে সেই গ্রাম পঞ্চায়েত উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয় গ্রামগুলির পরিস্থিতি রাস্তাঘাট একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সে মতো রাজনগর ব্লক ও সিউড়ি ১ নম্বর ব্লক নিয়ে রিভিউ মিটিং করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও জেলাশাসক বিধান রায় এছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিদের মেম্বার প্রধান সদস্যদের নিয়ে বৈঠক করলেন।

জেলাশাসক গ্রামের উন্নয়ন বিষয়ক পাশাপাশি রাস্তাঘাট পানীয় জল গ্রাম পঞ্চায়েতের বরাদ্দ অর্থ পঞ্চায়েত ঠিকঠাক খরচ করতে পেরেছি কিনা তা কোন চাওয়া পাওয়া আছে কিনা আরো কোন উন্নয়ন বিষয়ে ভাবনা আছে কিনা কোথাও পরিস্থিতি রাস্তাঘাটের খারাপ আছে কিনা গ্রাম এলাকায় পানীয় জল ঠিকঠাক আছে কিনা পঞ্চায়েত ঠিকঠাক কাজ করছে কিনা নিজেদের মধ্যে কোন ভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে কিনা পঞ্চায়েতের প্রধান ঠিকঠাক পরিষেবা দিচ্ছে কিনা একাধিক বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।।

Related Articles