রেমালের প্রভাবে ঝাড়গ্রামে শুরু বৃষ্টি, পরিস্থিতির উপর নজর প্রশাসনের
Rain started in Jhargram under the influence of Remal, the administration is monitoring the situation

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : রেমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্রামে। রবিবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে। তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘রেমাল’। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
রবিবার সকালে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ‘রেমাল’ তৈরি হওয়ার পর গত ছ’ঘণ্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। এই সময়ে তার গতি ছিল ঘণ্টায় ছয় কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে। সেখানেই আগামী ছ’ঘণ্টায় ‘প্রবল’ আকার নিতে চলেছে ‘রেমাল’। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ঝাড়গ্রামে। এর ফলে রবিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় ঝাড়গ্রামের আকাশ। এর পরেই বৃষ্টি ও প্রবল হওয়ার সাথে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব যেসব এলাকায় পড়ার আশঙ্কা রয়েছে সেইসব এলাকায় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, পরিস্থিতির উপর জেলা প্রশাসন নজরদারি শুরু করেছে। ঝাড়গ্রাম জেলার যেসব এলাকায় নদী রয়েছে সেই নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ, আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হওয়া।