রাজ্যের খবর

রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, আর কিছুক্ষণের মধ্যেই ভিজবে এই জেলাগুলি

Rain is likely in several districts of West Bengal from Sunday

The Truth of Bengal : বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট জারি আছে। পশ্চিমবঙ্গের মানুষ গরমে একটু স্বস্তির জন্য প্রার্থনা করছে। আর এরই মধ্যে আবহাওয়া দফতর সূত্রে একটু স্বস্তির খবর মিলল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। নতুন সপ্তাহে প্রায় রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বৈশাখ মাস এসে গেছে অথচ কালবৈশাখীর দেখা কিন্তু পাওয়া যায়নি। কয়েকটি জেলায় পরিস্থিতি থাকলেও, তীব্র গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী তীব্র গরমে দক্ষিণবঙ্গবাসী বৃষ্টি দেখা পেতে পারে।

সাময়িকভাবে হলেও গরমের দাবদাহ থেকে রেহাই মিলতে পারে বলে জানা যাচ্ছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ৫ই মে রবিবার দক্ষিণবঙ্গে দশটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূমে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতে যে একপ্রকার রবিবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে তা বলা যেতেই পারে।

Related Articles