সপ্তাহ জুড়ে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি, কিন্তু গরমে কী কমবে?
Rain in the state, including Kolkata, throughout the week, but will the heat ease?

Truth Of Bengal: সপ্তাহ জুরে কলকাতা-সহ গোটা রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যু-সহ ঝড়-বৃষ্টির হতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কবল থেকে এখনই রেহাই পাবে না বঙ্গবাসী। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রায় কোনো পরিবর্তন এখন হবে না।
সোমবার কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে কিছু কিছু অঞ্চলে। তবে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় ঝড়ের গতিবেগ একটু বেশি থাকবে, যা ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৮ থেকে ৮৯ শতাংশের মধ্যে থাকবে, ফলে অস্বস্তি বাড়বে।
সোম ও মঙ্গলবার তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বুধবার থেকে তাপমাত্রার পতন শুরু হবে এবং বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে, পশ্চিমবঙ্গ উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার রাতের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে লোথিয়ান আইল্যান্ডের মধ্যে জলোচ্ছ্বাস হতে পারে, যা ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী হবে এবং জলস্তর এক মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ৩৫-৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে। তাই সমুদ্রে যাওয়ার জন্য জেলেদের সতর্ক করা হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।