বারুণী মেলার জন্য বিশেষ ট্রেন চালু করতে চলেছে রেল মন্ত্রক
Railway Ministry to launch special train for Baruni Mela

Truth Of Bengal: মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলার সূচনা বৃহস্পতিবার থেকে। অন্যান্য বছরের মতো চলতি বছরেও বিপুল পরিমানে ভক্ত সমাগমের প্রত্যাশা করছে মেলা কমিটি। যার জেরে ভক্তদের কথা চিন্তা করেই বিশেষ ট্রেনের ঘোষণা করল রেল। কেবলমাত্র বাংলার মানুষই নন, বিভিন্ন রাজ্যের মানুষ এসে ভিড় জমান এই মেলায়। তাঁদের সকলের কথা চিন্তা করেই রেলের এই সিদ্ধান্ত। আগামী সাত দিন ধরেই চলবে মেলা। রেল সূত্রে খবর, মেলার এই সাতদিন চলবে ৮টি বিশেষ লোকাল ট্রেন ও ৪টি বিশেষ মেল ট্রেন।
রেলের তরফ থেকে জানানো হয়, মেলা উপলক্ষে আটটি লোকাল ট্রেন ছাড়াও কাঠগোদাম, লামডিং, জগদলপুর ও আলিপুরদুয়ার থেকে চারটি বিশেষ মেল ও এক্সপ্রেস ট্রেন চলবে ঠাকুরনগর পর্যন্ত। এছাড়াও চলবে চারটি ডাউন ও চারটি আপ লোকাল ঠাকুরনগর থেকে গেদে, লালগোলা, নামখানা ও ক্যানিং-এর মধ্যে।
ঠাকুরনগরের উদ্দেশে লোকাল ট্রেন ছাড়ার সময় সূচি-
২৬ মার্চ–সকাল ৬.৪৫-এ গেদে থেকে, ভোর ৪.৫০-এ লালগোলা থেকে, নামখানা থেকে সকাল ৫.০০টায় ও ক্যানিং থেকে সকাল ৬.৩৫-এ।
এক্সপ্রেস ট্রেনের সময় সূচি-
কাঠগোদাম থেকে সকাল ১০টা, জগদলপুর ও ঠাকুরনগরের উদ্দেশে দু’টি স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৮টায়। ২৭ মার্চ– ঠাকুরনগর থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪.৩৫-এ, ৩.৪৫-এ, ৫.০০টায় ও বিকেল ৪.০৫-এ। এছাড়াও দু’টি বিশেষ ট্রেন কেসিঙ্গা থেকে ছাড়াবে ৪.১০-এ।