ফুলিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেল গেট, যানজটে হয়রানি নিত্যযাত্রীদের
Railway gate collapsed in Fulia, traffic jam harassed commuters

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রেলের লেবেল ক্রসিং গেট। আর এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফুলিয়ায়।
সূত্রের খবর, ফুলিয়া টাউনশিপ পঞ্চায়ের এলাকার ফুলিয়া স্টেশন সংলগ্ন লেবেল ক্রসিং গেটে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক এক টা কুড়ি নাগাদ হঠাৎই ভেঙে পড়ে। ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে ফুলিয়া এর সাথে যোগাযোগ তাহেরপুর বাদকুল্লা যাওয়ার রাস্তা। অভিযোগ এমন ভাবে গেটটি ভেঙে পড়েছে তাতে ওই রাস্তা দিয়ে টুকটুকি, সাইকেল ও বাইক ছাড়া কোনো বড় গাড়ী চলাচল করতে পারছে না। ফলে জনবহুল ওই রাস্তায় তৈরি হয়েছে যানজটের। তবে ট্রেন চলাচল যাতে বিঘ্নিত না হয় ও সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রেখে আপাতত সিভিক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। ঘটনায় রেল দপ্তরকে খবর দেওয়া হয়েছে।