রাজ্যের খবর
মানুষের নিরাপত্তার জন্য পুলিশ কিঅক্স নির্মান করল রায়গঞ্জ জেলা প্রশাসক
Raiganj District Commissioner has constructed police kiosks for people's safety

The Truth Of Bengal : শহরের পরপর চুড়ি ,ডাকাতি , ছিনতাই ঘটনা বেড়েই চলেছে। এই সব থেকে মানুষকে নিরাপত্তা দিতে উদ্যোগী হলেন রায়গঞ্জ পুরসভা ও পুলিশ জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে শহরের তিনটি স্থানে তিনটি পুলিশ কিঅক্স নির্মান করা হচ্ছে।
রায়গঞ্জের মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কিঅক্স করা নির্মান করা হবে। এবং সেখানে দিনে ও রাতে পুলিশ থাকাবে।
আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই কিঅক্স গুলির উদ্বোধ করা হবে বলে জানান রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস।
Free Access