রাজ্যের খবর

জমজমাট দৌড় প্রতিযোগিতা! অংশ নিলেন আট থেকে আশি

race competition in coochbehar rajbari stadium

Truth Of Bengal: খেলাধুলোর কোনও বয়স হয় না। আট থেকে আশি, সব মানুষের মাঠ মুখী হওয়া প্রয়োজন নিজের শরীর সুস্থ রাখার তাগিদে। প্রবীণদের উৎসাহ দিতে প্রতিবছরের ন্যায় এবছরও গত ১৬ ও ১৭ই নভেম্বর দুদিন ব্যাপী কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম মাঠে প্রবীণদের ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দু দিনের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ নেপাল, ভূটান থেকে ৩৫-৭৫ বছর বয়সি প্রবীণ খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনীর বাসিন্দা প্রকাশ কুন্ডু অংশ গ্রহণ করেন ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায়। সেখানে তিনি ৪০০ মিটার দৌড়ে প্রথম এবং ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেন। তাঁর এই সাফল্যের কারণে খুশি তার পরিবারের লোকেদের পাশাপাশি প্রতিবেশীরাও।

প্রকাশ কুন্ডু বলেন, ‘খেলাধূলার ক্ষেত্রে কোনও বয়স হয়না, নিজেকে সুস্থ রাখতে গেলে খেলাধূলার প্রয়োজন। আমি ছোটবেলা থেকেই খেলাধূলার সঙ্গে যুক্ত।’ ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার গেমস ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল, ভূটান থেকে ৩৫ – ৭৫ বয়সের প্রতিযোগিরা বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ করেছিলেন। তিনি ৪৫ বছর বয়সি গ্রুপ ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়ে অংশ গ্রহণ করেছিলেন। সেখানে ২০০ মিটারে তৃতীয় ও ৪০০ মিটারে প্রথম স্থান অধিকার করেন প্রকাশ কুন্ডু।

Related Articles