মোদির হাতে রবীন্দ্রনাথের উল্টো ছবি! তুলকালাম বাংলায়,কী বললেন মমতা ?
Rabindranath's reverse picture in the hands of Modi! Tulkalam in Bengali, what did Mamata say

The Truth of Bengal: দিল্লির নেতারা বাংলার সংস্কৃতি বোঝে না।তাঁরা বোঝেন না রবীন্দ্রনাথ,বিবেকানন্দ বিদ্যাসাগরকে।এর জন্য অমিত শাহ বলেন,রবীন্দ্রনাথ বীরভূমে জন্মেছেন।শাহের মিছিল থেকেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙারও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।এবার সেই অভিযোগের মাঝেই মোদির হাতে দেখা গেল রবীন্দ্রনাথের উল্টো ছবি।আর সেই ছবি তুলে দেন খোদ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পুত্র।
খোদ প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকবির এই উল্টো ছবি কার্যতঃ বিজেপির অস্বস্তি বাড়িয়েছে। প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, আজকেও শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল।বিজেপি প্রার্থীর ছেলে উল্টো করে ছবি দিয়েছিল। প্রার্থী এসে আবার সেটা সোজা করে দিল। বাংলায় থাকবে, বাংলায় লড়বে, আর এক বিধায়ক রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে উল্টো করে? সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সোচ্চার হয়েছেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকও।
তাঁর বার্তা,মোদিজীর হাতে যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দেন তিনি ভাটপাড়ার বাংলা দখলের কথা বলে। তাঁর প্রশ্ন, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেনা, বাংলার ঋষি-মনীষীদের সম্মান দিতে জানেনা, তাঁরা কিভাবে বাংলা দখলের কথা বলে!’