‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে সেনার মঙ্গল কামনায় পূজা গঙ্গাসাগরে
puja-at-gangasagar-to-wish-the-army-well-after-the-success-of-operation-sindoor

Truth Of Bengal: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরে বিজেপি কর্মী সমর্থকরা ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় পূজা অর্চনা করেছেন। এই ঘটনা ভারতের সেনাবাহিনীর প্রতি সমর্থন এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের অভিযানকে সমর্থন করার লক্ষ্যে সংঘটিত হয়েছে।
উল্লেখ্য যে, কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেখানে হিন্দু মহিলাদের সামনে তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় সেনাবাহিনী পালটা আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করে এবং সেই পরিকল্পনার নাম দেয় ‘অপারেশন সিঁদুর’।
‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত এই অভিযানটি পাকিস্তানে অবস্থিত প্রায় ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার মাধ্যমে সফলতা অর্জন করেছিল। এরপর, একের পর এক হামলা চালানো হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, আর ভারতীয় সেনাবাহিনী তাদের সীমান্তে দাঁড়িয়ে জীবনকে বাজি রেখে প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে। তাদের সাহসিকতা ও ত্যাগের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল, যাতে ভারতীয় সেনাবাহিনীর সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়।
বিজেপি কর্মী সমর্থকরা এই পূজা অর্চনার মাধ্যমে একে অপরকে উৎসাহিত করেছেন এবং দাবি করেছেন যে ভারতীয় সেনাবাহিনী আরো কয়েক দফায় ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি পুরোপুরি ধ্বংস করে ফেলুক, যেন সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল হয়। এর মাধ্যমে তারা সেনাবাহিনীর সাহসিকতা এবং দেশপ্রেমকে উদযাপন করছেন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন।