পুরুলিয়ায় প্রখর রোদে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি
Public life in Purulia is sweltering in the scorching sun, temperature reaches 41 degrees

Truth Of Bengal: নয়ন কুইরী,পুরুলিয়া : গ্রীষ্মের তীব্র দহন চলছে পুরুলিয়া জেলাজুড়ে। সূর্যের তেজে কার্যত নাজেহাল অবস্থা জেলার মানুষের। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গত চারদিন ধরেই এমন দাবদাহ চলতে থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে যায় অসহনীয় গরম। শহরের রাস্তাঘাটে মানুষের চলাফেরা কমে গেছে। যে যেভাবে পারছেন গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ ছাতা মাথায় বের হচ্ছেন, কেউ ঠান্ডা পানীয়, দই, লস্যি, আখের রস, ডাবের জল কিংবা আইসক্রিমে ভরসা রাখছেন। দোকানগুলিতে এই সব জিনিসের চাহিদা বেড়ে গেছে। আবার অনেকেই গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন কিছুক্ষণ শান্তির জন্য।
দুপুর গড়াতেই রাস্তা প্রায় জনশূন্য। অতিরিক্ত গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে স্বস্তির আশায় দিন গুনছেন পুরুলিয়াবাসী।