রাজ্যের খবর

ট্রেন বাড়ানোর দাবিতে কান্দরা স্টেশনে বিক্ষোভ, জমা স্মারকলিপি

Protest at Kandra station demanding increase in trains, memorandum submitted

Truth Of Bengal: আমোদপুর কাটোয়া রেল রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়ে রবিবার কান্দরা স্টেশন ম্যানেজারকে জমা দেওয়া হল স্মারকলিপি। আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিশনের তরফে এই দাবি জানানো হয় ম্যানেজারকে।

ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখালেন আমদপুর কাটোয়া প্যাসেঞ্জার ইউনিয়নের সদস্যরা স্মারকলিপিও দেন। ইউনিয়নের সদস্য হিমাদ্রি ঘোষ জানান, ২০১৮ সালে আমোদপুর কাটোয়া ন্যারোগেজ থেকে ব্রডগেজ লাইনে ট্রেন যাতায়াত শুরু হয়। বর্তমানে ২ জোড়া ট্রেন চলছে। সংগঠনের এক সদস্য জানান, ট্রেন চললেও এলাকার মানুষের কোন কাজে লাগে না বললেই চলে। তাই রবিবার স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দেওয়া হল কলকাতা যাওয়ার জন্য সরাসরি হাওড়া ও শিয়ালদা যাওয়ার ট্রেন সহ একাধিক দাবি জানানো হয়েছে।

Related Articles