
The Truth of Bengal : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক শান্তনু জানার স্ত্রী ও মেয়ের। সঙ্কটজনক অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক শান্তনু জানা। সূত্রের খবর অনুযায়ী, চার চাকা গাড়ি করে শনিবার বিকেলে দুমকা থেকে বোলপুরে ফিরছিলেন অধ্যাপক শান্তনু জানা ও তাঁর পরিবারের সদস্যরা। ঝাড়খণ্ডের রানিশ্বরের কাছে চার চাকা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এলাকার বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসকরা অধ্যাপক শান্তনু জানার স্ত্রী পুষ্পলতা জানা ও মেয়ে সুকৃতি জানাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক শান্তনু জানা।