নিষ্প্রদীপ প্রিয়দার বাড়ির পুজো! অতীতের জৌলুসের স্মৃতি গেঁথে রয়েছে রায়গঞ্জবাসীদের মনে
Durga Puja 2023

The Truth of Bengal: সত্তরের দশকে সিপিএমের বিরুদ্ধে লড়াইতে কংগ্রেসের দুই দামাল নেতার কথা বলা হত। একজন হলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি আর অন্যজন হলেন সুব্রত মুখোপাধ্যায়। দুজনেই রাজনীতির পাশাপাশি দুর্গোৎসবের অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন। সুব্রত মুখোপাধ্যায়ের পুজোর রাশ রয়েছে তাঁর গৃহিনী ছন্দবাণী মুখোপাধ্যায়ের হাতে। বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিণের পুজো আরও সমান জনপ্রিয়। কিন্তু প্রিয়রঞ্জনের হাতে গড়া পুজো এখন নিষ্প্রদীপ হয়ে গেছে। দুর্গাপূজো এলেই রায়গঞ্জবাসীর মন খারাপ হয়ে যায়। কারন দাসমুন্সির বাড়ির পূজা আর হয় না।
তাই বিষাদের ছায়ায় দলমত নির্বিশেষে মানুষের মন ভরে ওঠে। পুজো মানে প্রিয়দার কাছে ছিল দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানো, সেজন্য তিনি বিলি করতেন বস্ত্র থেকে পুজোর উপহার। বাঙালির বছরভরের এই উচ্ছ্বাস আনন্দের মুহূর্তেও একাকী, নিঃসঙ্গ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শ্রী কলোনীর দাসমুন্সী পরিবারের বাড়িটি। আর সেই বাড়িতে থাকা দুর্গামন্দির এখন খাঁ-খাঁ করছে।
একটা সময় পুজোর কটাদিন আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠতো প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সীর বাড়ির দুর্গাপুজো। গরীব দুঃস্থ থেকে সাধারণ মানুষ, ছোট বড় নেতা নেত্রী থেকে ভিভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল সকলের প্রিয় প্রিয়দার বাড়ির দুর্গাপুজো। কিন্তু এসব কিছুই এখন স্মৃতি।তবে অনেকেই আশায় বুক বাঁধেন পুজো আবার চালু হোক, মন্দির ভরে উঠুক আলোয়…ছড়িয়ে পড়ুক উল্লাস…
Free Access