জোর কদমে প্রস্তুতির কাজ চলছে দিঘার জগন্নাথ মন্দিরে
Preparation work is going on in full swing at Jagannath temple in Digha

The Truth Of Bengal: জোর কদমে প্রস্তুতি কাজ চলছে দিঘার জগন্নাথ মন্দিরের । দ্রুত গতিতে প্রচুর পরিমাণে মিস্ত্রি নিয়ে মন্দিরে নানারকম কাজ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এর আগে, বলেছিলেন লোকসভা ভোটের পরে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন।
প্রসঙ্গত , রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘাকে পর্যটক উপযোগী করে তোলার জন্য রাজ্য সরকার একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। যার মধ্যে অন্যতম হল দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ। কিন্তু এখনো পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি। ইতিমধ্যে মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। যেটুকু কাজ বাকি তা তাড়াতাড়ি সম্পন্ন করতে মন্দির নির্মাণকারী সংস্থা হিডকো জোর কদমে কাজ শুরু করেছে। সামনে রথযাত্রা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন রথযাত্রায় দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে।
কিন্তু কাজ সম্পূর্ণ না হওয়ায় কবে হবে তা এখনো পর্যন্ত ঠিক করা যায়নি। যখন উদ্বোধন হবে তার ঠিক আগে প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হবে তা জানালেন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। তিনি জানিয়েছেন দ্রুত গতিতে চলছে কাজ এখনো কাজ সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন।