রাজ্যের খবর

বেহাল রাস্তা, জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ!

Poor roads, fish released into stagnant water, protest!

Truth Of Bengal: রাস্তা সারাইয়ের দাবিতে অভিনব প্রতিবাদ। বেহাল রাস্তায় জমা জলে মাছ ছেড়ে ও বৃক্ষ রোপন করে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের! আসানসোল পুরনিগমের কুলটি বোরো কার্যালয় যাওয়ার রাস্তার (কুলটি মিউনিসিপাল্টি রোড) বেহাল দশা। এই রাস্তা অবিলম্বে সারানোর দাবিতে কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় এদিন।

এই রাস্তাটি সারানো গুরত্বপূর্ণ কারণ রাস্তাটির ওপর দিয়ে সাধারণ মানুষ থেকে স্কুলের পড়ুয়ারাও যাতায়াত করে। তাই এই রাস্তা অবিলম্বে সারাইয়ের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি।

যদিও এই বিষয়ে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র বলেন, রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।

Related Articles