রাজ্যের খবর

কলকাতার লেদার কমপ্লেক্সে দূষণ, ক্ষতিগ্রস্ত মৎস চাষীরা

Pollution at Kolkata's leather complex, fish farmers affected

Truth Of Bengal: দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস চাষীরা। কেমিক্যাল মিশ্রিত জলে বিপুল পরিমাণে মাছ মরে যাচ্ছে। কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত ময়লা ও কেমিক্যাল মিশ্রিত জলে ক্রমাগত ক্ষতি হচ্ছে হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি সহ বিস্তীর্ণ এলাকার মৎস চাষীদের।

এই সমস্ত এলাকার মৎস্য চাষীরা বিদ্যাধরী নদী থেকে জল নিয়ে মাছ চাষ করেন। কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাকজোলা খাল হয়ে হাড়োয়ার কুলটি লক গেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে।

এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষীদের। এই সমস্ত এলাকার অর্থনীতি নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসার উপরে। কিন্তু সম্প্রতি বিদ্যাধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জল মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। যে সমস্ত মাছ তারা ফিশারিতে ছাড়ছেন সেই সমস্ত মাছ নষ্ট হয়ে যাচ্ছে এই কেমিক্যাল মিশ্রিত জলে। মৎস্য চাষীদের দাবি যে, এই জল পরিশোধন করে নদীতে ছাড়া হোক, না হলে আগামী দিনে অর্থনীতিতে তা ব্যাপক আঘাত আনতে পারে।

Related Articles