২৪ ঘন্টার মধ্যে পুলিশের সাফল্য, নিখোঁজ ব্যাক্তিকে ফিরে পেলেন আত্মীয়রা
Police success within 24 hours, relatives reunite with missing person

Truth Of Bengal: মাত্র ২৪ ঘন্টা। দ্রুততার সঙ্গে ঠিকানার সন্ধান করে মানসিক রোগে আক্রান্ত নিখোঁজ ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিলেন শান্তিপুর থানার আধিকারিকরা। এরাজ্য নয়, পূর্বাঞ্চলীয় রাজ্য অসমে। অন্ধ্রপ্রদেশ থেকে ফেরার পথে ঠিকানা ভুলে চলে এসেছিলেন শান্তিপুরে। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে খুশি তাঁর আত্মীয়রা। ধন্যবাদ জানালেন বাংলার ও শান্তিপুর থানার পুলিশকে।
ফের পুলিশের বড়সড় সাফল্য। ভিন রাজ্যের হারিয়ে যাওয়া এক ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে তার বাড়িতে ফিরিয়ে দিল শান্তিপুর থানার পুলিশ। গত ১৪ এপ্রিল শিলচর এক্সপ্রেসে করে অসমের বাসিন্দা বিনয় কাছারি অন্ধ্রপ্রদেশ থেকে ফিরছিলেন। ভুল করে চলে আসেন হুগলির ডানকুনিতে। এলাকা চিনতে না পেরে আবার ভুল।
বিভিন্ন ট্রেন বদল করে নদিয়ার শান্তিপুরে এসে পৌঁছান। ওই ব্যক্তিকে শান্তিপুর বাথানগাছি এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনার খবর পাওয়া মাত্র শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জি একটি বিশেষ টিম গঠন করে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। তাঁর সঙ্গে কথা বলে জার চেষ্টা করা হয় ঠিকানা। বিভিন্ন জায়গার ছবি এবং ভূগোলের সহায়তা নিয়ে ওই ব্যক্তির ঠিকানার খোঁজ করা হয়। তার বাড়ির ঠিকানা আসাম বলে জানান তিনি।
পুলিশ আধিকারিকরা আসামের উল্টাপানি থানার সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ হওয়ার তথ্য জোগাড় করেন। জানা যায় ওই ব্যক্তির নাম বিনয় কাছারি। বেশ কিছু সময় ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। সমস্ত তথ্য পেয়ে তাঁর পরিবারকে খবর দেন শান্তিপুর থানার আধিকারিকরা। বিনয় কাছারির পরিবারের লোকজন শান্তিপুর থানায় এসে ৪২ বছর বয়সী বিনয় কাছারিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
এই হারিয়ে যাওয়া এবং ফিরে পাওয়া ঘটনার প্রসঙ্গে বিনয়বাবুর পরিবারের লোকজন জানান, গত ১৪ তারিখে শেষ যোগাযোগ হয়। তারপর আর কোন খোঁজ মিলছিল না। এরপর শান্তিপুর থানা থেকে ফোন করা হয়। বাংলার পুলিশ এবং শান্তিপুর থানার পুলিশ আধিকারিকদের প্রশংসার পাশাপাশি তিনি জানান প্রশাসন ছিল বলেই আজ তাদের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফিরে পেয়েছেন। থানার পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সুরাহা মিলবে। বিনয় বাবুকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠাতে পেরে খুশি শান্তিপুর থানার আধিকারিকরা।