ফের সাফল্য পুলিশের, কয়েক লক্ষের ব্রাউন সুগার-সহ গ্রেফতার ১
Police succeed again, one arrested with brown sugar worth lakhs

Truth Of Bengal: ফের সাফল্য পুলিশের। শনিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ। সেখানে এক ব্যক্তির উপর সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশির জেরে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার। এরপরই আটক ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতের নাম সুবোধ কুমার দাস, বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগার নিয়ে আসা হয়েছিল। শিলিগুড়িতে হাত বদলের কথা ছিল। বিহার থেকে ওই উদ্ধার হওয়া ব্রাউন সুগার আনা হয়েছে। এই ২৫০ গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।