বেআইনি কারবার রুখলো পুলিশ ,বাজেয়াপ্ত বেআইনি ৯৬০ বোতল ফেনসিডিল
Police stopped the illegal business, confiscated 960 bottles of Illegal Phencidil

The Truth Of Bengal: লাড্ডুর ব্যাবসার আড়ালে চলতো বেআইনি ফেনসিডিলের কারবার। চলতি সপ্তাহে রবিবার পাচারের আগেই গৌড়বঙ্গ রোড ধরে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানার পুলিশ একটি ১০৭ গাড়িকে আটকে করে,তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয় বেআইনি ৯৬০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ।
হাবরা থানার পুলিশ পাচারের অভিযোগে গ্রেফতার করে ২ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে।কৃষ্ণ সাহা বলে এক লাড্ডুর ব্যবসায়ী এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানতে পারে পুলিশ তারপরেই মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করা হয়। লাড্ডুর ব্যবসা কে সামনে রেখে পিছনে বেআইনি ফেন্সিডিলের কারবার চলছিলেন এই কৃষ্ণ।
অবশেষে পুলিশের গোপন সূত্রের খবরে এদিন হাবরা থানার এলাকার হিজলপুকুর থেকে গ্রেফতার করা হয় বছর ৪৫ এর কৃষ্ণ সাহা কে,তার বাড়ি শ্রীনগর এলাকায় বলে জানা গিয়েছে।অভিযুক্তর পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
Free Access