রাজ্যের খবর

সোনারপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের, গ্রেফতার ২

Police recovered firearms in Sonarpur, two arrested

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, সোনারপুর : এবার সোনারপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের। দিনের পর দিন আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে একজন দুষ্কৃতী মিঠু খাঁ এবং তার আরও এক সঙ্গী আরাপাঁচ এলাকাতে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এবং সে নাকি ওই আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে।

এই খবর পাওয়া মাত্রই সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর শুরু হয় চিরুনি তল্লাশি। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর সেই এলাকায় থাকা একটি পরিত্যক্ত ইটভাটার ভিতর থেকে মিঠু খাঁ ও তার আরেক সঙ্গী কান্তি হাজরাকে হাতে নাতে অস্ত্র সহ ধরে ফেলে পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ। এই ঘটনায় মিঠু খাঁ ও কান্তি হাজরার বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের দুজনকেই বারুইপুর আদালতে তোলা হয়। তাদের সাথে আর অন্য কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে তা মঞ্জুর করে আদালত।

Related Articles