রাজ্যের খবর

চুরি যাওয়া ৪২ টি মোবাইল উদ্ধার, মালিকদের হস্তান্তর করল পুলিশ

Police recovered 42 stolen mobile phones and handed them over to the owners

Truth Of Bengal: বাসন্তী, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী: ৪২ টি হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ। তারপর ওই সকল হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ। বারুইপুর পুলিশ জেলার প্রাপ্তি কর্মসূচির মধ্য দিয়ে রবিবার বাসন্তী থানা এলাকার ৪২ জনকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের হাতে তুলে দিলেন পুলিশ কর্তারা।

এসডি পি ও ক্যানিং রাম কুমার মন্ডল, আই সি বাসন্তী অভিজিৎ পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বিগত প্রায় দু মাস ধরে বাসন্তী থানায় যে মোবাইল চুরি ও হারিয়ে যাওয়া সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে সে বিষয়ে তদন্ত করে প্রাথমিক ভাবে এই ৪২ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল মালিকরা।

Related Articles