রাজ্যের খবর

ভিন রাজ্যে রেশন সামগ্রী পাচার রুখে দিলো পুলিশ, গ্রেফতার ১  

Police prevent smuggling of ration items to other states, 1 arrested

Truth of Bengal: ভিন রাজ্যে রেশন সামগ্রী পাচার করার আগে ২৫০০ কেজি রেশন সামগ্রী উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার পুলিশ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত বাংলা ও উড়িষ্যার সীমান্ত লাগোয়া চুনখুলিয়া নাকা পয়েন্টে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অশোক খামরি। তার বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকার নয়গ্রামে। সোমবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে রবিবার বিকেলে একটি পিকআপ ভ্যানে ২৫০০ কেজি রেশন সামগ্রী নিয়ে বেলিয়াবেড়া থানার রান্টুয়া এলাকা থেকে গোপীবল্লভপুর নয়াগ্রাম হয়ে উড়িষ্যা রাজ্যে যাওয়ার সময় নয়াগ্রাম থানার চুনখুলিয়া এলাকায় পুলিশের নাকা চেকিংএ পিকআপ ভ্যানটিকে সন্দেহ হওয়ায় আটক করে পুলিশ। সেখানে রেশন সামগ্রীর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ ভ্যানের মধ্যে থাকা ২৫০০ কেজি রেশন সামগ্রী বাজেয়াপ্ত  এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

নয়াগ্রাম থানার আই.সি সুদীপ ঘোষালের নেতৃত্বে নাকা চেকিং চালানোর সময় রেশন সামগ্রী পাচার রুখে দিল নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশ তদন্ত করে জানতে পারে, বেলিয়াবেড়া থানা এলাকার এক ব্যক্তি বিভিন্ন রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করে এবং তা উড়িষ্যায় পাঠাচ্ছিলেন।

 

Related Articles