ম্যা হুঁ ডন-গান গেয়ে মঞ্চ মাতালেন পুলিশ কর্মী, উচ্ছ্বসিত শ্রোতারা, কটাক্ষ শুভেন্দু-র
Police personnel sings 'Main Hoon Don' on stage, excited audience, sarcastic comment from Subhendu

Truth Of Bengal: পুলিশ কর্মীদের সুরেলা কন্ঠ কোভিডকালে ঘরবন্দি মানুষকে মনের খোরাক জোগায়। একঘেয়েমি কাটাতে সাহায্য করে আইনের রক্ষকদের সুরের ঝঙ্কার। এবার এক পুলিশ কর্মীকে দেখা গেল,মাইক হাতে গান গাইতে। অমিতাভের ডন ছবির গান গেয়ে তিনি শ্রোতাদের বাহবা কুড়োয়। পুলিশ কর্মীর সুরে মাতোয়ারা শ্রোতারা কোমর দুলিয়ে যোগ্য সঙ্গতও করেন।এই ভিডিয়ো ভাইরাল হতেই বাজারে হিট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের এই কাজকে কটাক্ষ করেছেন।
ম্যা হুঁ ডন-গান গেয়ে মঞ্চ মাতালেন পুলিশ কর্মী, উচ্ছ্বসিত শ্রোতারা, কটাক্ষ শুভেন্দু-র pic.twitter.com/LEUBEumqmQ
— TOB DIGITAL (@DigitalTob) January 26, 2025
ভিডিয়ো-র নীচে বিরোধী দলনেতা লিখেছেন,পুলিশ আমোদ প্রমোদে ব্যস্ত থাকলে তো প্রকাশ্যে গুলি চালিয়ে ভলিবল খেলার সূচনা কেন,খুন-ডাকাতি সবই হবে। বলা যায়,মালদার নুরপুরের বিতর্কিত ভলিবল টুর্নামেন্টের কথাই বোঝাতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে শুভেন্দুর বাক্যবাণ, গুলি-বন্দুক কেন সহজলভ্য হবে না ? শাসকদলের নেতা-কর্মীদের সঙ্গে তো পুলিশ মিলেমিশে কাজ করছে।
শুভেন্দু-র এই কটাক্ষ অবশ্য নেট নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রণব রায় নামে এক নাগরিক এই ঘটনাকে ছিঃ ছিঃ কাণ্ড বলে নিন্দা করেছেন। গৌরব পাল লিখেছেন, পুলিশ কর্মী এই ডন ছবির গান গেয়ে ফাটিয়ে দিয়েছেন। সুভাষ মালাসের তোপ,পুলিশের টু পাইস কামানোর ধান্দা বাড়ায় আনন্দের বাঁধ ভাঙছে।
তবে নিরপেক্ষ মানুষেরা বিরোধী দলনেতাকে মনে করিয়ে দিয়েছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের কথা। মহম্মদ নাসিম আলম ধর্মীয় মিছিলে পুলিশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে পাল্টা সরব হয়েছেন।তাঁর তোপ,ডবল ইঞ্জিনের রাজ্যে পুলিশ কর্মীর এই হাল দেখার পর কেন শুভেন্দু অধিকারী কিছু বলেন না ? বাংলার পুলিশের এই গলা ছেড়ে গান গাওয়ার ঘটনা নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলেছে।