
Truth Of Bengal: আইনের শাসন বজায় রাখতে রাজ্যের পুলিশ কড়া পদক্ষেপ করতে দ্বিতীয়বার ভাবতে রাজি নয়।জুয়া-মাদক দ্রব্যের কারবার সহ যেকোনও বেআইনি কাজে পুলিশ হানা দিচ্ছে।সেইমতো ভাঙড়ের শাকশহরের মেলা চত্ত্বরে বসেছিল জুয়ার ঠেক।সেই জুয়ার ঠেকের কথা জানার পরই আইনের রক্ষকরা অভিযান চালায়। জুয়ার ঠেকে পুলিশ পৌঁছাতেই এই কাজে যারা যুক্ত তারা পুলিশের ওপর আক্রমণ শানায় বলে অভিযোগ।পুলিশ কর্মীও সিভিক ভলেন্টিয়াররা তাতে আহত হয়।তাদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ায় ইঙ্গিত দেয়।রাফ অ্যান্ড টাফ প্রশাসনের জন্য অবৈধ কাজ নিয়ন্ত্রণে আনার কাজ জোরদার করা হয়েছে।
হামলাকারীদের ধরার জন্য পুলিশ নজর রাখতে শুরু করে। পুলিশি হানায় গ্রেফতার করা হয়েছে ৩সন্দেহভাজনকে। এখনও ৩জন পলাতক।মোট ৬ জনের নামে FIR হয়েছে। পুলিশের উপরে হামলা, সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। বলা যায়,ভাঙড়ের এই জুয়ার কারবার রুখতে পুলিশ সম্বিলিত পদক্ষেপ করছে।কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে এই দক্ষিণ ২৪পরগনার এলাকাকে।
প্রান্তিক এই এলাকায় বেআইনি কারবারে যে বা যারা যুক্ত তাদের রাজনীতির রং না দেখে গ্রেফতার করতেও দ্বিধা করেনি পুলিশ। তাই এলাকায় যে যত প্রভাবশালী হোন তাকে ধরতে পুলিশ যে রেয়াত করবে না তাও স্পষ্ট করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা। রাজনীতির উর্ধ্বে উঠে পুলিশের এই অপরাধ দমনের চেষ্টা কার্যতঃ ভাঙড়ের শান্তি বজায় রাখার ক্ষেত্রেও সুবিধাজনক হবে বলে অনেকের অভিমত।