রাজ্যের খবর

চুঁচুড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীর মৃত্যু

Police officer dies after being shot in Chunchura

Truth Of Bengal: চুঁচুড়া হাসপাতালে গুলিবিদ্ধ পুলিশ কর্মীর মৃত্যু হল কলকাতার হাসপাতালে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে বন্দি পাহারায় নিযুক্ত থাকার সময় নিজের সার্ভিস রিভলবার দিয়ে মাথায় গুলি করেন ওই পুলিশ কর্মীর। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন বাঁকুড়া হীরবাঁধের বাসিন্দা হিমাংশু মাঝি।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইমামবাড়া হাসপাতালে নিজের সার্ভিস রিভলবার দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই পুলিশ কর্মী। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাকে চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্রিন করিডোর করে। তবুও শেষ রক্ষা হল না। সোমবার ভোর পাঁচটায় তাঁর মৃত্যু হয়। এদিকে জানা গিয়েছে, এদিন ছিল তাঁর বিয়ে।ঘটনার দিন ডিউটি শেষে ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল ওই পুলিশ কর্মীর।

Related Articles