রাজ্যের খবর

পুলিশের ছুটি বাতিল- কিন্তু কেন এই সিদ্ধান্ত?

Police leave cancelled – but why this decision?

Truth Of Bengal: জয় চক্রবর্তী: পশ্চিমবঙ্গ পুলিশের ছুটি বাতিল করা হয়েছে নির্দিষ্ট সময়ে। এপ্রিল মাসের ২ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার জরুরী ভিত্তিকভাবে রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার ভার্চুয়াল বৈঠক করেন।

বৈঠকে সমস্ত জেলার পুলিশ সুপার, কমিশনারেটের কমিশনার শহর অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ‌ সেখানে রাম নবমী নিয়ে আলোচনা হয়েছে। রাম নবমীর ক্ষেত্রে যাতে কোন ধরনের অশান্তি না হয় তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজীব কুমার। অনুমতি ছাড়া রামনবমীর মিছিল নয়। নির্দেশ রাজীব কুমারের। ‌

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় বাজি বিস্ফোরণের পর অন্যান্য জেলার ক্ষেত্রেও পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখেই প্রধানত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। চলতি মাসের ২ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ছুটি বাতিল রাজ্য পুলিশের।

Related Articles