মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
Police investigating mysterious death of secondary school student

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি মেচবস্তি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত পরীক্ষার্থীর নাম অর্পিতা মন্ডল। অর্পিতা নকশালবাড়ি নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং হাতিঘিসার পরীক্ষাকেন্দ্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল।
জানা গেছে, বান্ধবীর বাড়িতে থেকেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল অর্পিতা। বৃহস্পতিবার বিকেলে বান্ধবীর বাড়িতেই ঘুমাচ্ছিলেন। এরপর বান্ধবী যখন অনেক ডাকাডাকি করেন কিন্তু কোন উত্তর না পেয়ে বিষয়টি অর্পিতার মাকে জানান অর্পিতার বান্ধবী।
এরপর অর্পিতার মা অর্পিতাকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। এদিন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।