ধরমপুরে মাদক পাচার রুখল পুলিশ, স্কুটি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার
Police foil drug smuggling in Dharampur, recover huge quantity of brown sugar from scooty

Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল গোয়ালপোখর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মালদুয়ার এলাকার একটি সেতুর নিকট থেকে ৩৬১ গ্রাম ব্রাউন সুগার সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের নাম —গাফ্ফার, নির্মল কুমার পান্ডে এবং অজয় কুমার দাস। তাদের মধ্যে অজয় কুমার দাস বিহারের কিষানগঞ্জ জেলার তাতিপল্লি এলাকার বাসিন্দা। অপর দুই অভিযুক্ত গাফ্ফার ও নির্মল কুমার পান্ডে গোয়ালপোখরের ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মজলিসপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবর পেয়ে মালদুয়ার এলাকার একটি সেতুর কাছে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। সেখানে তিন মাদক পাচারকারী একটি স্কুটি নিয়ে দাঁড়িয়ে ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের তল্লাশি চালায়। তল্লাশির সময় স্কুটি থেকে উদ্ধার হয় ৩৬১ গ্রাম ব্রাউন সুগার, তিনটি ইলেকট্রিক ওজন যন্ত্র, একটি কিউআর কোড এবং নগদ ১৮ হাজার টাকা।
এই ঘটনায় ধৃত তিনজনকে গ্রেফতার করে গোয়ালপোখর থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও লাগাতার চালানো হবে। তদন্তের স্বার্থে ধৃতদের শুক্রবার ইসলামপুর আদালতে তোলা হবে।
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার একটি বড় সমস্যা হয়ে উঠেছে। তবে এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে, পুলিশ প্রশাসন মাদক চক্র ভাঙতে কতটা তৎপর এবং সক্রিয়। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।
এই ধরনের অভিযানের মাধ্যমে প্রশাসনের উদ্দেশ্য, মাদকমুক্ত সমাজ গড়া ও যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করা। গোয়ালপোখর থানা সূত্রে জানা গিয়েছে, মাদকচক্রের মূল পাণ্ডাদের খোঁজে তদন্ত আরও জোরদার করা হবে।