
Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : এবার হুগলি রুরাল পুলিশের পুলিশ কম্পিউটার সেল হ্যাক করে সরকার বিরোধী পোস্ট হ্যাকারদের। এদিন রাতের দিকে হঠাৎ দেখা যায় হুগলি রুরাল পুলিশের ওয়েবসাইটে গিয়ে সিটিজেন সার্ভিস অপশানে গিয়ে পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট ওপাশন মারলেই সেখানে হঠাৎ দেখা যায় একটি সরকার বিরোধী পোস্ট আর সেখানে লেখা এই ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। সেই পোস্টে রাজ্যের থানা ঘেরাও থেকে নবান্ন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে হায় হায় লেখা হয় পোস্টে।
হুগলি রুরাল পুলিশ সূত্রে খবর, হ্যাক হওয়ার বিষয়টি সত্য। তবে, সেটি সরাসরি হুগলি রুরাল পুলিশের ওয়েবসাইট নয়, সেটি হল রাজ্য পুলিশের কম্পিউটার সেল অর্থাৎ পিসিসি। যাতে পুলিশের ভেরিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নথিবদ্ধ করা হয়। যদিও এদিন রাতেই হ্যাকারদের কাছ থেকে ওয়েবসাইটটি উদ্ধার করতে সক্ষম হয় বলে ওই পুলিশ সূত্রের দাবি।