অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা কাণ্ডে গ্রেফতার ৪
police arrests four person after attacks on arjun singhs house

Truth Of Bengal, Barsa Sahoo : শুক্রবার সকালে অর্জুন সিংয়ের বাড়িকে করে কয়েকজন দুষ্কৃতী ইট, বোমা ও গুলি চালায়। ঘটনায় বোমার স্পিন্টার তাঁর পায়ে লাগে। ঘটনাটি ঘটেছে জগদ্দলের মেঘনা মোড়ে। প্রাক্তন সাংসদের অভিযোগ, তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবল এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের বারাকপুর আদালতে তোলা হবে। ধৃতদের নাম এবং পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
অর্জুন সিং-এর দাবি, “২০-২৫ জন পুলিশকর্মী ছিলেন। তাঁদের সামনেই বোমা ছোড়া হয়। কয়েকজন পুলিশকর্মীকেও হামলাকারীরা ধাক্কাধাক্কি করে। নমিতের সঙ্গে এনআইএ মামলার কয়েকজন আসামিও আমার বাড়িতে হামলা চালায়।”
জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সেই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেন। এরপর তাঁর দাবি, “অর্জুন নিজে গুলি ছুড়েছেন। ওঁর লোকেরা পিছন থেকে বোমা ছুড়েছে। হয়তো সেই বোমাতেই আঘাত পেয়েছেন। অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই মরিয়া হয়ে এ সব করছেন। আর কখনও নমিত সিং, কখনও সোমনাথ শ্যামের উপর দায় চাপাচ্ছেন।” ঘটনার পর চব্বিশ ঘণ্টা পার। পুলিশ ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে।