পুলিশের হাতে গ্রেফতার সাত ছিনতাইবাজ, উদ্ধার ৭০ গ্রাম সোনা
Police arrest 7 robbers, 70 grams of gold seized

Truth Of Bengal: দিন দিন বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। তাই গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তল্লাশি অভিযানে নামে। আর তাতেই গ্রেফতার হলেন সাত ছিনতাইবাজ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ গ্রাম সোনার গহনা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, টুথপেস্টের টিউবের মধ্যে করে সোনার হার লুকিয়ে নিয়ে যাচ্ছিল অভিযুক্তরা। তদন্তে উঠে এসেছে দুরপাল্লার ট্রেনে ছিনতাই করে এই সোনার গহনা লুট করেছে অভিযুক্তরা। এদিন হাওড়া থেকে সেই গহনা তারা লুট করে ক্যানিং দিকে রওনা দেয়। তখনই তালদি বাজারের কাছে এঁদেরকে ধরে ফেলে পুলিশ। ধৃতদেরকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়। এখন সামনে আসেনি অভিযুক্তদের পরিচয়।
উল্লেখ্য, এই ছিনতাইবাজদের সঙ্গে কোন যোগ রয়েছে কিনা তা এখন স্পষ্ট নয়। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে এই পুরো চুরির ঘটনা নিয়ে ক্যানিং থানার পুলিশ তদন্তে নেমেছে। বলা বাহুল্য এই প্রথম নয় এর আগেও রাজ্য পুলিশের বিভিন্ন সক্রিয় পদক্ষেপ দেখা গিয়েছে। চতুর্দিকে কড়া নজরদারি রয়েছে পুলিশের। তাই কোথাও যাতে না কোন অপ্রীতিকর ঘটনা ঘটে সেইদিকে রাখা হয় বিশেষ নজর।