তৃণমূল নেতা খুনে দুই অভিযুক্তের খোঁজ দিলেই মিলবে ২ লক্ষ, ঘোষণা পুলিশের
Police announce Rs 2 lakh reward for finding two accused in Trinamool leader's murder

Truth Of Bengal: মালদহে দাপুটে তৃণমূল নেতা তথা কাউন্সিলর দুলাল সরকার খুনে তিনদিন পার। পাঁচজনকে ধরা গেলেও এখনও অধরা দুজন। এই দুজন হলেন, কৃষ্ণ রজক ও বাবলু যাদব। আর এই দুজনকে ধরতে অভিনব উদ্যোগ নিল মালদহ জেলা পুলিশ।
তৃণমূল নেতা খুনে দুই অভিযুক্তের খোঁজ দিলেই মিলবে ২ লক্ষ, ঘোষণা পুলিশের pic.twitter.com/7avoYbgCnQ
— TOB DIGITAL (@DigitalTob) January 5, 2025
তাই এই দুজন অভিযুক্তদের সন্ধান পেতে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা প্রশাসনের তরফে। পুরস্কার ঘোষণা করে দুই অভিযুক্তের ছবি সহ পোস্টার দিল পুলিশ। ইংলিশ বাজারের রেলওয়ে ব্যারাক-কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দা পল্লীর বাসিন্দা বাবলু যাদবের সন্ধান পেতে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা। তবে, সরকার খুনে এখনো অধরা এই দুই অভিযুক্ত। তবে এবার প্রশ্ন, রাজনৈতিক ফায়দার জন্যই কি খুন?
২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, সকাল ১০ নাগাদ প্রকাশ্যে খুন করা হয় তৃণমূল নেতা বাবলা সরকারকে। এ পর্যন্ত সেই ঘটনার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই দুজনকে খুজতে ব্যতিব্যস্ত পুলিশ।